সন্ধান মেলেনি যমুনায় নিখোঁজ নাসা গ্রুপের জিএম হাবিবের
২১ মে ২০২২ ১৮:১৪
মানিকগঞ্জ: মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার যমুনা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া নাসা গ্রুপের জেনারেল ম্যনেজার আশ হাবিবকে দু’দিনেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল শুক্রবার বিকেলে সেখানে স্ত্রী-ছেলে নিয়ে মানিকগঞ্জের জাফরগঞ্জ বেড়াতে এসেছিলেন তিনি। হাবিব ঢাকার আশুলিয়া ঘোষবাগের নাসা গ্রুপের একটি তৈরি পোষাক কারখানায় কর্মরত ছিলেন। থাকতেন সাভারের রেডিও কলোনি এলাকায়।
স্ত্রী শামীমা নাসরিন জানান, গাড়ির ড্রাইভার আলামিনকে খাবার কেনার জন্য (জাফরগঞ্জ) বাজারে পাঠিয়েছিলেন হাবিব। তাকে ও ছেলেকে নদীর পাড়ে বসিয়ে সাঁতার কাটতে নামেন হাবিব। সাঁতার কাটার একপর্যায়ে ডুবে যান তিনি।
আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, ‘গতকাল শুক্রবার সংবাদ পাওয়ার পর রাতে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে উদ্ধার কাজ চালানো হলেও বিকেল নাগাদ তার সন্ধান পাওয়া যায়নি।’
সারাবাংলা/এমও