Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন যুদ্ধ সমাধানের একমাত্র উপায় কূটনীতি: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২২ ০৯:২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যুদ্ধ সমাধানের একমাত্র উপায় হচ্ছে কূটনীতি। যুদ্ধের শেষ হবে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে। তবে তা কী উপায়ে হবে, জানি না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিংবা একটি বৃহত্তর গোষ্ঠীর মাধ্যমে, এমনকি প্রেসিডেন্ট পর্যায়েও আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা চাই, সবকিছু আগের মতো ফিরে আসুক। কিন্তু রাশিয়া তা চায় না।

যুদ্ধের অবসান ও ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি চেয়ে জেলেনস্কি বলেন, এটি মস্কো ছাড়া ইউক্রেনের বন্ধু ও অংশীদারদের দিয়ে স্বাক্ষরিত হবে। একই সময়ে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এএম

ইউক্রেন যুদ্ধ জেলেনস্কি টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর