Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ১৬:১০

ঢাকা: সরকার পরিবর্তন করতে চাইলে নির্বাচনই একমাত্র পথ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন। নির্বাচনে আসেন। শেখ হাসিানার সৎ সাহস আছে। তিনি বলেছেন, আমি যদি হেরে যাই চলে যাব। আপনারা নির্বাচনে আসেন, জিতুন, কে নিষেধ করেছে? আসবেন তো এত পানি ঘোলা করছেন কেন?

রোববার (২২ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে আমরা গর্ববোধ করি। তিনি বাংলাদেশের একজন সফল রাষ্ট্র নায়ক। তার বিরুদ্ধে ১৩ বছর ধরে কত আন্দোলনের ডাক, কত ষড়যন্ত্র, কত আগুন সন্ত্রাস থেকে শুরু করে বাংলাদেশের ভূমি অফিস পর্যন্ত পুড়িয়েছে। যারা ভূমি অফিসে আগুন দেয়, বিদ্যুৎ কেন্দ্রে আগুন দেয়, এরা কি দেশপ্রেমিক?’

বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘সন্ত্রাসী কাকে বলেন? সন্ত্রাসী তো আপনারা। আগুন সন্ত্রাসের হোতা বিএনপি। এদেশের মানুষ ভুলে যায়নি। কত মানুষকে আগুনে পুড়িয়েছে। বাসে আগুন। বাস চালক, সিএনজি চালক, পার্কিং করা বাসে আগুন দিয়েছে কে? বিএনপি। তারা আজ বড় বড় কথা বলে। তারা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলে, এটা কি জনগণের দাবি?’

বিএনপির দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করবে কেন?- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য পদত্যাগ করবেন? এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য পদত্যাগ করবেন? মেট্রোরেল নির্মাণের জন্য পদত্যাগ করবেন? বাংলাদেশকে পরমাণু বিশ্বে সদস্য করার জন্য পদত্যাগ করবেন? ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য পদত্যাগ করবেন? ছিটমহল সমস্যার শান্তিপূর্ণ বিনিময় যিনি করেন তিনি কি পদত্যাগ করবেন? বাংলাদেশের মতো আরেক বাংলাদেশ, সুনীল সমুদ্র বিজয় যিনি করেছেন তিনি পদত্যাগ করবেন? তিনি সারা বাংলার প্রতিটি গ্রাম শত ভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, তিনি কি পদত্যাগ করবেন? জনগণ কি তার পদত্যাগ চায়? বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবে না।’

তিনি বলেন, ‘আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি। তাদেরই আজ টপ টু বটম পদত্যাগ করা উচিত। শেখ হাসিনার সফলতা আছে। তারা (বিএনপি নেতারা) ব্যর্থ। ব্যর্থতার জন্য তারা পদত্যাগ করবেন। সফল প্রধানমন্ত্রী বাংলার জনগণের ইচ্ছায় ক্ষমতায় আছেন। এখনও জনপ্রিয়তার তুঙ্গে আছেন। সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন, প্রশংসিত হচ্ছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলেছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। নির্বাচন যাবে না গতবারও বলেছিল। শেষ পর্যন্ত পানি ঘোলা করে ঠিকই গেছে। সময় এলে এবারও যাবেন। এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকার করা অপচেষ্টা করছে বিএনপি। দেশের মানুষ ভালো আছে, বিএনপির মন খারাপ। মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ। শেখ হাসিনার উন্নয়ন মানেই বিএনপির জ্বালা।’

আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক বলেন, ‘আগামী মাসে পদ্মাসেতু উদ্বোধন হবে, এক কথা শুনলেই বিএনপির মুখ কালা হয়ে যায়।’

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর