Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ে বধ্যভূমিতে মঞ্চস্থ হলো ‘ফসিল ১৯৭১’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ১০:১৮

বগুড়া: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় বধ্যভূমিকেন্দ্রিক পরিবেশ থিয়েটার মঞ্চায়নের অংশ হিসাবে বগুড়া রেলওয়ে বধ্যভূমিতে মঞ্চস্থ হলো ‘ফসিল ১৯৭১’। ড. বেলাল হোসেনের গবেষণা ও রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন আল জাবির।

শনিবার (২১ মে) রাতে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা শেষে রাত ৯টায় এই নাটকটি মঞ্চস্থ হয়।

অনলাইনে যুক্ত থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় লাকী বলেন, দেশের প্রতিটি বধ্যভূমিতে ঘটে যাওয়া নৃশংস ঘটনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, বধ্যভূমি সঠিকভাবে সংরক্ষণ, শহিদদের যথাযথ সম্মান জানানো এবং ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে দেশব্যাপী এই আয়োজন চলছে।

বগুড়া রেলওয়ে বধ্যভূমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুম আলী বেগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বগুড়া পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা পরিষদের প্রশাসক ডা. মো. মকবুল হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

আড়াই শতাধিক কলাকুশলীর পরিবেশনায় মঞ্চস্থ হয় ‘ফসিল ১৯৭১’ নাটক। সহস্রাধিক দর্শক নাটকটি উপভোগ করেন।

সারাবাংলা/টিআর

ফসিল ১৯৭১ মুক্তিযুদ্ধের মঞ্চনাটক রেলওয়ে বধ্যভূমি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর