কক্সবাজার: জেলার টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দুই কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত ক্রিস্টাল মেথের বাজার মূল্য সাড়ে ১০ কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (২৩ মে) ভোরে সীমান্তবর্তী দমদমিয়া ও শাহপরীর দ্বীপে পৃথক অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এ সময় কেউ আটক হয়নি।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া কামালের জোড়া এলাকায় দিয়ে মাদক পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কেওড়া বাগান হয়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে কালো পলিথিনের একটি প্যাকেটে দুই কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।
একইভাবে, শাহপরীর দ্বীপ এলাকা হয়ে মাদক পাচারের খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। সেখানেও পাচারকারীরা একটি বস্তা রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই বস্তা খুলে দেখা যায় এতে ১১৮টি বার্মিজ মদের বোতল রয়েছে। পাচারকারীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।