Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ মে’কে ‘জাতীয় নৌ-নিরাপত্তা দিবস’ ঘোষণার দাবি

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ মে ২০২২ ১৬:২৭

২৩ মে’কে ‘জাতীয় নৌ-নিরাপত্তা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে ‘নোঙর বাংলাদেশ’ নামে একটি সামাজিক সংগঠন। ২০০৪ সালের আজকের এই দিনে তিনটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনাকে স্মরণ করে রাখতে এই দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি দেশের প্রতিটি নৌবন্দরে একটি করে নৌপ্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়।

সোমবার (২৩ মে) দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এ দাবিতে সমাবেশস্থলে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে শিল্পী ভাস্কর রাশা বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা হলো নৌযোগাযোগ। বাংলাদেশের মতো এত অল্প জায়গায় এত বেশি নদী বিশ্বের কোথাও নেই। কিন্তু আমরা এমন এক দেশে বাস করছি, যেখানে একটি বড় লঞ্চ এসে ছোটো লঞ্চকে ধাক্কা মেরে দিচ্ছে। এসব ঘটনায় তদন্ত কমিটি হয়, লঞ্চের মালিকও গ্রেফতার হয়। কিন্তু কয়েকদিন পরই তাদের ছেড়ে দেওয়া হয়। প্রতিবারই প্রতিবাদ করি। কিন্তু যারা ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাদের জন্য কী করা হচ্ছে?

তিনি বলেন, ‘২০০৪ সালের আজকের দিনে তিনটি লঞ্চ ডুবে গিয়েছিল। কয়জন মারা গিয়েছে, তার সঠিক তথ্য এখনও নেই। আমরা সরকারের প্রতি দাবি জানাই, যেন এই ২৩ মে তারিখকে একটি দিবস ঘোষণা করা হয়। পাশাপাশি নৌদুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি বন্দরে একটি পরামর্শ কমিটি করা হোক।’

নৌপরিবহন বিশেষজ্ঞ তোফায়েল আহম্মদ বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এইদেশের নৌশিল্প আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছিল। একসময় এটি পৃথিবীব্যাপী পরিচিত ছিল। বৃটিশরা আমাদের নৌশিল্প ধ্বংস করেছে।’

তিনি বলেন, ‘নৌপথ সবচেয়ে সাশ্রয়ী ও নিরাপদ। কিন্তু অবহেলার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, ঘটছে। আমরা দাবি জানাই, এই প্রগতিশীল যোগাযোগ ব্যবস্থাকে সুশৃঙ্খল করা হোক। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হোক।’

এসময় তিনি প্রত্যেকটি নৌবন্দরে নৌ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার দাবি জানান।

সমাবেশে নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস বলেন, ‘একযুগ আগে গড়ে ওঠা নদী নিরাপত্তায় নিয়োজিত সামাজিক সংগঠন নোঙর নৌপথের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। যার কারণে আমাদের গণমাধ্যম এবং সরকারের কাছে নৌপথের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা গুরুত্ব বেড়েছে। গত চার বছর থেকে নদী ও হাওরাঞ্চলে যাত্রীবাহী ট্রলারডুবি এবং উপকূলীয় অঞ্চলে তেমন কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি।’

তিনি বলেন, ‘উন্নত ও আধুনিক যাতায়াতের নামে নৌপথকে উপেক্ষার চোখে দেখে সড়কপথের প্রতি বেশি প্রাধান্য পেয়েছে। এ জন্য অবশ্য নৌপথের লোকসানের বিষয়টি বারবার ফলাও করে প্রচার করা হলেও এর অন্তরালে রয়েছে পরিচালনাকারী কর্তৃপক্ষের সমন্বয়হীনতা, অবহেলা, দুর্নীতি ও অপেশাদারিত্ব। নদীমাতৃক দেশে নদীতে মানুষ ও সম্পদ বাঁচাতে জাতীয় একটি দিবস ঘোষণা আজ সময়ের দাবি। এ বিষয়ে নোঙরের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। আমরা তার সুদৃষ্টি কামনা করছি। সেইসঙ্গে দেশের সব মানুষকে এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণার আহ্বান জানাচ্ছি।’

সারাবাংলা/আরআইআর/এসএসএ

জাতীয় নৌ-নিরাপত্তা দিবস


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর