Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতা সাহেদী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২২ ১৯:২৫

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাহেদী রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ মে) মামলাটির তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার সাব-ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকার আসামি সাহেদীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন।

এ সময় আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামি সাহেদীকে অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।

গত ১৯ মে রাতে মাদক, অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দেলোয়ার হোসেন সাহেদীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে র‌্যাব।

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছেন এমন অভিযোগের ভিত্তিতে ১৮ মে দিনগত রাত ৩টায় রাজধানীর সবুজবাগে অভিযান চালায় র‌্যাব।

এ সময় ছাত্রলীগ নেতা সাহেদীকে আটক করা হয়। এরপর সাহেদীকে নিয়ে অভিযানে নামে র‌্যাব। অভিযান শেষে র‌্যাব সদস্যরা রাস্তায় বের হলে ছাত্রলীগ নেতা জোবায়ের আহামেদের নেতৃত্বে ১৫০-২০০ জন সাহেদী কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

সারাবাংলা/এআই/একে

অস্ত্র মামলা ছাত্রলীগ নেতা সাহেদী হাতিরঝিল থানা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর