Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২


২৩ মে ২০২২ ২২:১০

রাঙ্গামাটি: ১০ লাখ টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি। রোববার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে দিকে শহরের রিজার্ভবাজার এলাকার লেকভিউ হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ মে) রাঙ্গামাটি ডিবি পুলিশের ইনচার্জ মো.এমদাদুল হক শেখ সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন, মো. মিলন রহমান (২৮), মো. শাহ আলম নামে দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মো.মিলন রহমান রাজশাহী জেলার বাঘমারা থানার ধামনাশ এলাকার শফিকুল ইসলামের ছেলে। মো. শাহ আলম কুমিল্লার বকুড়া থানার আড্ডা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

ইনচার্জ মো.এমদাদুল হক শেখ জানান, আসামিরা জাল নোট কেনাবেচার জন্য রাঙ্গামাটিতে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জাল নোট রাঙ্গামাটি

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর