Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ির ধাক্কায় নিহত আহসানের পরিবার মাসে পাবে ২৫ হাজার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২২ ২৩:১১

ফইল ছবি

ঢাকা: ২০২১ সালের ২৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী আহসান কবির খান। এবার তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। নিহতের পরিবারকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

রোববার (২২ মে) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সই করা একটি অফিস আদেশ এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, নিহত আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তার সন্তানদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে প্রতি মাসে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। সন্তানদের মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত থাকবে।

আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভীনের অনুকূলে আর্থিক অনুদান ইএফটি-র মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে, যা কবির খানের মৃত্যুর দিন ২০২১ সালের ২৫ নভেম্বর থেকে কার্যকর করার কথা জানানো হয়েছে অফিস আদেশে।

সারাবাংলা/এসবি/পিটিএম

গাড়ির ধাক্কা ডিএনসিসি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর