‘প্রতিবেশীকে ফাঁসাতেই স্ত্রী ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা’
২৪ মে ২০২২ ১৪:৫১
নরসিংদী: বেলাব উপজেলাতে ট্রিপল মার্ডারের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেশিকে ফাঁসাতেই বাড়ির ঋণগ্রস্ত গৃহকর্তা ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে নিজের স্ত্রী ও ২ সন্তানকে হত্যা করেছিলেন।
মঙ্গলবার (২৪ মে) সকালে নরসিংদীর শিলমান্দীতে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।
পুলিশ সুপার জানান, হত্যাকারী বাড়ির গৃহকর্তা গিয়াশ উদ্দিন শেখ একজন মাদকাসক্ত ও জুয়ারি। এসব করতে গিয়ে প্রায় ১০ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিন। এই ঋণ থেকে মুক্তি পেতে ও প্রতিবেশীকে ফাঁসাতেই পরিকল্পিতভাবে শনিবার রাতে স্ত্রী রহিমা, ছেলে রাব্বি ও মেয়ে রাকিবাকে পিটিয়ে হত্যা করে সে। পরে হত্যায় ব্যবহৃত ক্রিকেট ব্যাট ও ছুরি ফেলে দিয়ে গাজীপুরে চলে যায়।
পরদিন সকালে ছোট ভাইয়ের মাধ্যমে হত্যার ঘটনা জানালে সে বাড়িতে ফিরে আসে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গিয়াশ উদ্দিনকে আটক করলে তিনি হত্যার দায় স্বীকার করেন। গিয়াশ উদ্দিনের দেওয়া তথ্যে, হত্যায় ব্যবহৃত ছুরি ও ক্রিকেট ব্যাট উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতে তোলা হলে হত্যার কথা স্বীকার করায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সারাবাংলা/এমও