Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় পেট্রোলের দাম বেড়ে ৪২০ রুপি, ডিজেল ৪০০

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২২ ১৭:১৭ | আপডেট: ২৪ মে ২০২২ ১৮:৪০

জ্বালানি তেলের দাম ৩৮ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে শ্রীলংকা। মঙ্গলবার (২৪ মে) দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা এক টুইটার এ ঘোষণা দেন। জ্বালানি সংকটের মধ্যে পরিবহন খরচ বাড়ানোর সিদ্ধান্ত দিলো সরকার। অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দেশটিতে গত ৬ মাসে ডিজেলের দাম ২৩০ শতাংশ ও পেট্রোলের দাম ১৩৭ শতাংশ বেড়েছে।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা তার টুইটার বার্তায় জানান, পেট্রোলের দর ২০ থেকে ২৪ শতাংশ ও ডিজেলের দাম ৩৫ থেকে ৩৮ শতাংশ বাড়ানো হয়েছে। জ্বালানির এ বর্ধিত মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজেসেকেরা জানান, দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী এবার জ্বালানির দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। জ্বালানির ব্যবহার কমাতে মানুষকে বাসা থেকে অফিসের কাজ করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হবে।

মন্ত্রী কাঞ্চনা আরও জানান, সোমবার ‘অর্থনৈতিক যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদ’ জ্বালানির নতুন দাম ঠিক করে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের খুচরা মূল্য ২৮৯ রুপি থেকে বেড়ে হয়েছে ৪০০ রুপি। পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩৮ থেকে বাড়িয়ে ৪২০ রুপি হয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর