Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের বিমানবন্দর পরিচালনায় আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২২ ১৮:৩০

আফগানিস্তানের চারটি প্রধান বিমানবন্দর পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি করেছে তালেবান সরকার। মঙ্গলবার (২৪ মে) তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মুল্লাহ আব্দুল গনি বারাদার টুইটারে এ ঘোষণা দিয়েছেন। গত কয়েক মাস ধরে কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এ সংক্রান্ত চুক্তির জন্য আলোচনা করে আসছিল তালেবান।

সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি অনুষ্ঠান শেষে তার বিবৃতিতে মুল্লা বারাদার বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় আফগানিস্তান। তিনি বলেন, আফগানিস্তান যুদ্ধে আক্রান্ত হয়েছিল, এখন আমরা দেশ গড়ছি।

তিনি বিদেশি বিনিয়োগকারীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সবধরনের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা দেবে তালেবান সরকার।

আফগানিস্তানের অর্থনীতি শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রশংসা করে বারাদার বলেন, সংযুক্ত আরব আমিরাত দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করছে। সকল আন্তর্জাতিক এয়ারলাইন্স শিগগিরই আফগানিস্তানে ফিরবে এবং চুক্তির মাধ্যমে বাণিজ্যের মাত্রা বৃদ্ধি পাবে।

সারাবাংলা/আইই

আফগানিস্তান টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর