নাভালনির কারাদণ্ড বাতিলের আপিল খারিজ
২৪ মে ২০২২ ১৯:৪০
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরোধী হিসেবে পরিচিত কারাবন্দি নেতা অ্যালেক্সি নাভালনির কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিল আদালতে খারিজ হয়েছে। এর মধ্য দিয়ে প্রতারণার মামলায় নাভালনিকে ৯ বছর কারাগারেই থাকতে হচ্ছে। বর্তমানে ওই মামলায় সাজাভোগ করছেন রাশিয়ার এই বিরোধী দলীয় নেতা।
মঙ্গলবার (২৪ মে) ভিডিও লিঙ্কের মাধ্যমে মস্কোর একটি আদালতে আপিল শুনানিতে অংশ নেন নাভালনি।
আদালতে পুতিনের নেতৃত্বাধীন রুশ প্রশাসনের কড়া সমালোচনা করে নাভালনি বলেন, আদালতের মতোই রাশিয়ার রাষ্ট্রযন্ত্র পুরোপুরি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। একইসঙ্গে, ইউক্রেনে হামলা চালানো পুতিনের সর্বশ্রেষ্ঠ বোকামি বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, ২০২০ সালে নাভালনির ওপর নার্ভ এজেন্ট হামলা চলে। তারপর জার্মানিতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার মুহুর্তে বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে জামিনের শর্তভঙ্গসহ প্রতারণার অভিযোগ তোলা হয়।
সারাবাংলা/একেএম