সংসদের বাজেট অনুমোদনে কমিশন সভা বুধবার
২৪ মে ২০২২ ২০:৫৫
ঢাকা: সংসদ সচিবালয়ের কমিশন সভা আহ্বান করা হয়েছে বুধবার (২৫ মে)। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংসদ সচিবালয়ের বাজেট অনুমোদন দেওয়া হবে।
বুধবার সকাল সাড়ে ১১টায় কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ৩৩তম কমিশন সভা শুরু হবে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যদের এই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিবছর জাতীয় সংসদে বাজেট উত্থাপনের আগে জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বাজেট অনুমোদন দেওয়া হয় এই কমিশন সভায়। সে অনুযায়ী ৩৩তম কমিশন সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য সংসদ সচিবালয়ের বাজেট চূড়ান্ত করা হবে। এছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটও অনুমোদন দেওয়া হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত বছরের কমিশন সভা থেকেই ২০২২-২৩ অর্থবছরের জন্য ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়েছিল। বুধবারের বৈঠক থেকে এর কাছাকাছি পরিমাণেরই বাজেট অনুমোদন দেওয়া হতে পারে।
এর আগে, গত বছর অনুষ্ঠিত ৩২তম কমিশন সভায় চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় সংসদের ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে পরিচালন ব্যয় ছিল ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন ব্যয় ছিল ৭৫ লাখ টাকা।
‘জাতীয় সংসদ সচিবালয় আইন ১৯৯৪’ অনুযায়ী, বাজেট অনুমোদন ছাড়াও সংসদ সচিবালয়ের নতুন পদ সৃজন, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কমিশন সভাকে দেওয়া হয়েছে। স্পিকার এই কমিশনের প্রধান। এছাড়া এতে সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
সারাবাংলা/টিআর