Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় রুপা ও মোটরসাইকেলসহ পাচারকারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২২ ২২:৩০

জসিম উদ্দিন, ছবি: সারাবাংলা

বেনাপোল (যশোর): জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন থেকে ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা ও একটি মোটরসাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছ পুলিশ। আটককৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৩৯)।

মঙ্গলবার (২৪ মে) বিকালে উপজেলার গোগা ইউনিয়ন থেকে সাতমাইল রোডের বসতপুর ফুলতলা মোড় থেকে এ রুপার চালানটি আটক করে বাগআঁচড়া ইউনিয়নের তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক জসিম উদ্দিন উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রুপা পাচারের গোপন খবর পেয়ে গোগা ইউনিয়ন থেকে সাতমাইল রোডের বসতপুরের ফুলতলা নামক স্থানে অভিযানে চালিয়ে একটি মোটরসাইকেলসহ জসিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, আটক জসিমের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানার অধীনে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এনএস

পাচারকারী আটক ভারতীয় রুপা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর