কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
২৫ মে ২০২২ ১৭:০৩
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে কাউছার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা তিনটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউছার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গোরবুনিয়া গ্রামের আব্দুল মালেকেরর ছেলে। কামমরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে থাকতো। তিনি আলতাব মিয়ার প্লাস্টিক কারখানায় চাকরি করতো।
কারখানার শ্রমিকরা জানান, হাত ধোয়ার জন্য পানির মোটর পাম্পের সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন কাউছার। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেন (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা আহত অবস্থায় কাউছারকে এখানে নিয়ে আসে। কিন্তু জরুরি বিভাগ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম