Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর অনুরোধ বিজিএমইএ’র

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ২০:৫৩

ঢাকা: গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (২৫ মে) এমন অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে চিঠি লিখেছেন সংগঠনির সভাপতি ফারুক হাসান।

সংগঠনটি বলছে, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে শিল্প, অর্থনীতি এবং সমগ্র জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলবে। চিঠিতে বিজিএমইএ সভাপতি লিখেন, যদিও কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট বিশাল প্রতিকূলতা মোকাবিলা করে পোশাক শিল্প পুনরুদ্ধারের পথে ফিরে এসেছে। তারপরও শিল্পটি বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুক্ষীণ হচ্ছে। পোশাক শিল্প ইতোমধ্যেই কাঁচামাল সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, কনটেইনার ও জাহাজ ভাড়া অস্বাভাবিক বৃদ্ধিসহ বিভিন্ন চাপের মধ্যে রয়েছে। এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের মূল্য কোনোরকম বাড়ানো হলে তা পোশাক শিল্পের দুর্ভোগ বাড়িয়ে তুলবে। কারণ, এতে করে শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। ফলে শিল্পের প্রতিযোগী সক্ষমতা হ্রাস পাবে।

বিজ্ঞাপন

বিজিএমইএ সভাপতি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত (গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব) কোভিড-১৯ মহামারি থেকে পোশাক শিল্পের পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করবে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া বাংলাদেশি পোশাকের প্রধান রফতানি বাজার- ইউরোপের বেশকিছু দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বৃদ্ধি এবং এর ফলে প্রকৃত আয় কমে যাওয়ায় পোশাকের বাজার চাহিদার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।’

চিঠিতে তিনি বলেন, ‘গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি শুধুমাত্র যে পোশাক শিল্পের উপরই প্রভাব রাখবে, তা নয়। বরং এটি জনগণের উপরও মারাত্মক প্রভাব রাখবে। কারন, এতে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও পরিষেবাগুলোর মূল্যও বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে মূল্যষ্ফীতির চাপ সামলানো কঠিন হয়ে পড়বে।’

বিজ্ঞাপন

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান চিঠিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ জানান।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

অনুরোধ গ্যাস-বিদ্যু বিজিএমইএ সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর