Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ২৩:৩২

জয়পুরহাট: জয়পুরহাটে দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মে) সকালে জয়পুরহাট পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার শালপাড়া গ্রামের ইন্তেজারের ছেলে জুয়েল (৪০), রগুনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (৩২)।

বিজ্ঞাপন

ওসি শাহেদ আল মামুন জানান, আটককৃত জুয়েল ও ফিরোজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উপজেলার শালপাড়া বাজার এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

ওসি আরও জানান, মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিল অভিযুক্তরা।

সারাবাংলা/একে

গাঁজা জয়পুরহাট মাদক কারবারি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর