Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজসেবা কার্যালয় থেকে গলায় ফাঁস দেওয়া কর্মীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ২৩:৫৬

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের কক্ষ থেকে শামীম হোসেন (৩০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই কার্যালয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামীমের মরদেহটি উদ্ধার করা হয়।

শামীম হোসেন নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন মাঠ কর্মী হিসেবে দ্বায়িত্বরত ছিলেন। তিনি নাচোল উপজেলার মাস্টাপাড়া গ্রামের শামসুদ্দীনের ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে নাচোল সমাজসেবা কার্যালয়ের একটি কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা না অন্য কিছু, সেটি তদন্তের আগে বলা যাবে না।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি আমরা। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

সারাবাংলা/টিআর

কর্মীর মরদেহ উদ্ধার গলায় ফাঁস দেওয়া মরদেহ সমাজসেবা কার্যালয়

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর