রাজশাহী: বিএনপি-জামায়াতের সরকারবিরোধী আন্দোলনের সময় ২০১৩ সালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রাজশাহীর এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ফয়সাল আহমেদ (৩২) জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি। বছর দুয়েক ধরে সাংবাদিকতা করছেন তিনি। নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি ফয়সাল।
নগরীর বোয়ালিয়া থানা পুলিশ মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে নগরীর দোসর মণ্ডলের মোড় থেকে তাকে গ্রেফতার করে। বুধবার (২৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
ফয়সাল আহমেদের বাবার নাম মুনসুর রহমান। নগরীর টিকাপাড়া কবরস্থান মসজিদের সামনে তার বাড়ি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মাজহারুল জানান, ফয়সাল আহমেদ শিবিরের ক্যাডার ছিলেন। পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তিনি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। পরে মামলার অভিযোগপত্রও হয়।
এ মামলায় পলাতক ছিলেন ফয়সাল। আদালত তার বিরুদ্ধে গ্রেফরারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।