Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডনবাসে চলছে তুমুল লড়াই, একদিনে নিহত দেড় হাজার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২২ ০৯:০৮

ছবি: আলজাজিরা

ইউক্রেনের ডনবাস অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরে রাশিয়ার বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে। এ সংঘর্ষে একদিনে ১ হাজার ৫০০ মানুষ নিহত হওয়ার দাবি করেছেন শহরটির মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক। খবর আলজাজিরা।

এ বিষয়ে মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, গতকাল বৃহস্পতিবার (২৬ মে) অন্তত ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে। আর সংঘর্ষপূর্ণ এলাকা থেকে মাত্র ১২ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় ১২ হাজার থেকে ১৩ হাজার মানুষ এখনো শহরটিতে রয়ে গেছে। সেখানে ৬০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

দেশটির ডনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরটি এখানো প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। যা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

অলেক্সান্ডার স্ট্রিউক আরও বলেন, শহরটির একটি হোটেলে প্রবেশে করা তথ্য সংগ্রহকারী রাশিয়ার একটি দল ও নশাকতাকারীদের একটি গ্রুপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের যোদ্ধারা।

পার্শ্ববর্তী শহর লিসিচানস্ক এবং দক্ষিণ-পশ্চিমের শহর বাখমুতের মধ্যে যোগাযোগের প্রধান সড়কটি খোলা রয়েছে। তবে এই মুহূর্তে তা ভ্রমণ করা বিপজ্জনক বলেও জানিয়েছেন মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক।

সারাবাংলা/এনএস

ইউক্রেন ইউক্রেন-রাশিয়া টপ নিউজ রাশিয়া সেভেরোডোনেটস্ক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর