।। আন্তর্জাতিক ডেস্ক ।।
প্রায় সাত শ বছর বয়সী একটি বট গাছ বাঁচাতে দেওয়া হচ্ছে স্যালাইন। এশিয়ান নিউজ এজেন্সি (এএনআই)-এর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহাবুবনগর জেলার প্রাচীন এই বটগাছের একটি শাখা পোঁকায় আক্রান্ত হয়ে মরে যেতে শুরু করে। তখন জেলার কৃষি কর্মকর্তাদের সিদ্ধান্তে কীটনাশক গুলিয়ে গাছের গায়ে প্রবেশ করানো হয় পোকার আক্রমণ প্রতিহত করার জন্য।
তিন একর জায়গাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল আকৃতির বটগাছটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বটগাছ বলে মনে করে স্থানীয়রা।
গাছে কীটনাশক স্যালাইন দেওয়ার পর অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিসের এক কর্মকর্তা।
সারাবাংলা/এমআই
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook