সাবেক ডিআইজি শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক
২৭ মে ২০২২ ২০:৪০
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আজ এক শোক বার্তায় সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংকলন ও প্রকাশে শামসুদ্দিন আহমেদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার ভোর সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুদ্দিন আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এস আই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
সারাবাংলা/এনআর/একে