Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ৪০ জন এতিম নববধূকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ২৩:০৫

দিনাজপুর: দুপুর ১২টা, শুক্রবার (২৭ মে), একের পর এক লাল বেনারসি শাড়ি, লাল ঘোমটা, নাকের নোলক পরে একে একে ৪০ জন নববধূ ও তাদের স্বামীদের গায়ে হলুদ রঙের পাঞ্জাবি আর পায়জামা। মাথায় টিকলি পরে স্বামীর হাত ধরে আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছিলেন দিনাজপুরের দ্য গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে।

বর ও তাদের পরিবারের আত্মীয়-স্বজন কমিউনিটি সেন্টারে আগেই উপস্থিত হন। দুই পরিবারের আত্মীয়-স্বজনদের জন্য আয়োজন চলছিল সকাল থেকে। ১ হাজার ৫০০ লোকের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এসময় দিনাজপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং জেলা প্রশাসক খালিদ মাহমুদ জাকি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনাজপুর লায়ন্স ক্লাব শিশু নিকেতন ও সমাজসেবা অধিফতরের আয়োজনে ৪০ জন এতিম মেয়েদের বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যাদের সংবর্ধিত করা হয়েছে তারা একসময় দিনাজপুর শিশু নিকেতন এতিমখানায় বড় হয়েছে।

৪০ জন নববধূ ও তাদের বরকে উপহার হিসাবে একটি করে নতুন বাইসাইকেল, একটি করে সেলাই মেশিন, একটি করে কোরআন শরীফ, লেপ-তোষক-বালিশ, বাসন-কোসনসহ ৩৫ প্রকার উপহার দেওয়া হয়।

নববধূ ডলি আক্তার বলেন, ‘কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী এবং তার পরিবারের লোকেরা আমাকে অত্যন্ত ভালোবেসে। আমিও তাদের নিজের পরিবারের চেয়েও বেশি ভালোবেসেছি। কারণ ছোটবেলায় যেহেতু আদর-ভালোবাসা তেমন পাইনি আজ স্বামীর বাড়িতে গিয়ে সেই না পাওয়া ভালোবাসা পেয়ে আজ অনেক খুশি হয়েছি।’

নববধূ পিংকি বলেন, ‘ছোটবেলায় একই এতিমখানায় মানুষ হয়েছি। নতুন পরিবেশের সঙ্গে প্রথম প্রথম খাপখাইয়ে নেওয়াটা একটু কষ্টকর ছিল। পরবর্তীতে স্বামীর পরিবারের লোকজনদের সৌজন্যমূলক ব্যবহারের সৌহার্দ্যপূর্ণ আচরণে খুব দ্রুত তাদের পরিবারের সাথে খাপ খাইয়ে নিয়েছি।’

বিজ্ঞাপন

দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর বলেন, ‘আমাদের সমাজে যারা অসহায় এতিম রয়েছেন তাদের মূল স্রোতের সঙ্গে একত্রিত করতে আমরা কাজ করে যাচ্ছি। তাদের দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আশা করি এই প্রশিক্ষণ তারা নিলে তারা সমাজের উন্নয়নমূলক কাজ, তথা নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে।’

প্রধান অতিথি বলেন ইকবালুর রহিম বলেন, ‘দিনাজপুর জেলা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বর্তমান সরকার প্রতিবছর ১৮ কোটি টাকা অদিয়ে আসছে। এতে যারা সমাজের অসহায়, তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির করলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ এবং জাতির উন্নয়নে কাজ করবে।’

এসময় উপস্থিত ছিলেন- দিনাজপুর লায়ন্স ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন দিনাজপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আসিস দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মর্তুজা, সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলামসহ অন্যরা।

সারাবাংলা/এমও

এতিম নববধূ দিনাজপুর নববধূকে সংবর্ধনা

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর