ঢাকা: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল ৮ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। সিডিউল বিপর্যয় হয়েছে উত্তর ও পশ্চিমগামী সকল ট্রেনের।
রেল সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মে) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মৌচাক স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মে) সকাল আটটা পর্যন্ত দুটি বগি উদ্ধার হয়েছে। ইঞ্জিন উদ্ধারের পর লাইন মেরামত করে ট্রেন চালু করা সম্ভব হবে। তবে এজন্য ১৫টি ট্রেন উভয় পাশে আটকা পড়েছে।