Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মাথা খারাপ হয়েছে: তথ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ১৬:৪০

লালমনিরহাট: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মতো একটি দেশ নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। এসব দেখে বিএনপি, মির্জা ফখরুল ও গয়েশ্বরদের মাথা খারাপ হয়েছে। তাই সকালে এক কথা, আর রাতে আরেক কথা বলছে তারা।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ কাজে বাধা দিতে নানান ষড়যন্ত্র করেছে বিএনপি। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নীকারী গোষ্ঠীকে অর্থ বরাদ্দ না দিতে নানাভাবে বিএনপি চেষ্টা করেছে। এরপরও বাংলাদেশের মতো একটি দেশ নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। বর্তমানে বিএনপির ছাত্রদল বহিরাগত সন্ত্রসী নিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালাচ্ছে। যেটি একেবারে ঠিক করছে না তারা।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ২০১৩, ১৪ও ১৫ সালে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা করেছে। তারা আবারও অগ্নিসন্ত্রাস করতে পাঁয়তারা করছে। এটি যেন করতে না পারে। আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক করেছি। আবারও যদি এটি করার চেষ্টা করে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, ‘২১০০ সাল সামনে নিয়ে একটি ডেলটা প্ল্যান হাতে নেওয়া হয়েছে। সারাদেশের জন্য একটি ফিজিক্যাল প্ল্যানিং করা হয়েছে। সেই প্ল্যানিংয়ের আওয়াতায় কিছু বাস্তবায়নও শুরু করা হয়েছে। সেই প্লানিংয়ের মাঝে তিস্তা মহাপরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভবিষ্যাৎ দেখেন। তিনি ৫ বছরের পরিকল্পনা নেন না। তিনি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। তাতে ২০৪১ সাল নয়, এর আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

তথ্যমন্ত্রী বিএনপি হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর