Tuesday 27 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে শুল্ক ফাঁকি দেওয়া ৪২ কেজি রুপার গয়না উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ২০:৩৫

ফরিদপুর: ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪২ কেজি রুপার অলংকার উদ্ধার করেছে ফরিদপুর জেলা পুলিশ। এ সময় পাচারের সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এই অলংকারের মূল্য ৩৫ লাখ টাকা।

শনিবার (২৮ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এসব অলংকার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত এই পাচারকারীরা। পাচারের সঙ্গে জড়িত চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা অপর ৩ জন পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়ার একটি বাসা থেকে গয়নাগুলো উদ্ধার করা হয়। এসময় এমটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। অভিযানে পুলিশ লাহেড়ীপাড়ার বাসিন্দা কাজী মো. আসাদুজ্জামান ও মো. সানি খানকে আটক করেছে।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ (১) ধারায় এজাহার দায়ের করেছেন।

সারাবাংলা/এমও

গয়না উদ্ধার ফরিদপুর শুল্ক ফাঁকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর