চট্টগ্রামে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ
২৮ মে ২০২২ ২০:৪৬
চট্টগ্রাম ব্যুরো: স্বাস্থ্য অধিদফতরের নির্দেশের পর অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীতে দু’টি বেসরকারি ক্লিনিক ও দু’টি ডায়াগনস্টিক সেন্টার মৌখিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মে) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
বন্ধের নির্দেশ দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতাল প্রাইভেট লিমিটেড, সিএসটিসি হসপিটাল এবং পপুলার মেডিকেল সেন্টার ক্লিনিক্যাল ল্যাব ও নিরূপণী প্যাথলজি ল্যাবরেটরি।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সারাবাংলাকে জানান, নগরীর চট্টশ্বেরী রোডে চট্টগ্রাম কসমোপলিটন হাসাপাতালে লাইসেন্স পাওয়া যায়নি। নগরীর পাঁচলাইশে সিএসটিসি হাসপাতালে ২০ মিনিট অপেক্ষার পরও সিভিল সার্জন প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কোনো কর্মকর্তার সাক্ষাৎ পাননি। এছাড়া হাসপাতালের নথিপত্রেও ত্রুটি আছে।
নগরীর দামপাড়ায় নিরূপণী প্যাথলজি ল্যাবরেটরি চরম অপরিচ্ছন্ন অবস্থায় দেখেন সিভিল সার্জন। প্রতিষ্ঠান কোনো পরিবেশ ছাত্রপত্র নেই। ভ্যাট এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন (টিআইএন) সনদও নেই। এদিকে, নগরীর ডবলমুরিংয়ে পপুলার মেডিক্যাল সেন্টারের কোনো লাইসেন্স নেই। প্রতিষ্ঠানটি মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াই রোগীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করছিল।
এছাড়া নগরীর পাঁচলাইশে ট্রিটমেন্ট হাসপাতাল প্রাইভেট লিমিটেড এবং পলি হসপিটাল লিমিটেডও পরিদর্শন করেন সিভিল সার্জন। দুই প্রতিষ্ঠানে সেবার মূল্য প্রদর্শিত অবস্থায় পাওয়া যায়নি। সেবার মূল্য অভ্যর্থনা কক্ষে প্রদর্শনের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।
গত বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন সাংবাদিকদের জানান, যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিকের লাইসেন্স নেই, তিন দিনের মধ্যে সেগুলো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরপরই অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সারাদেশে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদফতর ও প্রশাসন।
সারাবাংলা/আরডি/পিটিএম