বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক ১৯ জুন: পররাষ্ট্রমন্ত্রী
২৯ মে ২০২২ ০৮:৫৮
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক ৩০ মে’র পরিবর্তে ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
আসামের গুয়াহাটিতে এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ-২০২২ (এনএডিআই) এর তৃতীয় সভায় অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটি (জেসিসি সভা) পুনঃনির্ধারণ করেছি… আমাদের মনে হয়েছে এটি ঠিক আছে, এটিই ভাল হবে।’ খবর বাসসের।
মোমেন জানান, কনক্লেভ বৈঠকে অংশ নিতে গুয়াহাটিতে অবস্থান করা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা শেষে তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। বৈঠকের তারিখ পুনঃনির্ধারণের কারণ সম্পর্কে বিস্তারিত উল্লেখ না করে বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে কিছু সমস্যা রয়েছে যা এখনও সমাধান হয়নি।’
আগামী ১৮ জুন দুই পক্ষ প্রস্তুতিমূলক আলোচনায় মিলিত হবে ইঙ্গিত করে মোমেন বলেন, ‘মূলত জেসিসি বৈঠকটি ১৯ জুন অনুষ্ঠিত হবে।’
এর আগে গত সন্ধ্যায় মোমেন বলেছিলেন, তিনি ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে কিছু ‘জটিল’ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
সারাবাংলা/এমও