Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩৯১ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ০৯:২৪

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার (আইন পেশা অনুশীলন) জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় ২৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তৃতীয় পরীক্ষকের কাছে নিরীক্ষার জন্য ৩৭৫ জনের লিখিত পরীক্ষার ফল পাঠানো হয়েছে।

শনিবার (২৮ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষার ফলাফল বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ৩১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন অনুশীলন (প্র্যাকটিস) করার সুযোগ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমও

আইনজীবী আইনজীবী তালিকাভুক্তি লিখিত পরীক্ষা হাইকোর্ট

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর