Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি সিন্ডিকেট নির্বাচন: ভোটগ্রহন শেষ, বিকেলে ফলাফল


১৯ এপ্রিল ২০১৮ ১৩:২০

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদ, ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে ৷ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ শুরু হয় ৷ যা চলে দুপুর ১টা পর্যন্ত। বিকেল পাঁচটায় নির্বাচনের ফলাফল ষোষণা করা হবে ।

আওয়ামীপন্থী নীল দল এবং বিএনপিপন্থী সাদা দল এই নির্বাচনে অংশ নেয়।

নীল দল থেকে সিন্ডিকেট প্রার্থীরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, আইন অনুষদের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈমা৷

অন্যদিকে সাদা দল থেকে সিন্ডিকেট প্রার্থীরা হলেন- ইঞ্জিনিযারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. হাসানুজ্জামান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশীদ মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়ন বিভাগের প্রভাষক মো. রোকনুজ্জামান৷

সকাল ১১টার দিকে নির্বাচন কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি৷ এ নির্বাচনের প্রিজাইডিং অফিসার কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/আইএ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর