Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ১৯:২৯

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিন পুলিশসহ অন্তত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্রদলের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা করেছে।

রোববার (২৯ মে) বিকেলে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ সংঘর্ষ ও পুলিশ সদস্যদের আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, খালেদা জিয়াকে নিয়ে ‘কটূক্তি’ ও ঢাবিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে চুনারুঘাট উপজেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

স্থানীয়রা আরও জানান, সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহমেদ বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ আতর্কিত হামলা করলে আমাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুনারুঘাট থানার ওসি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটক্ষে নিক্ষেপ করে। এতে পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করেছে।

তবে সংঘর্ষের সময় কী পরিমাণ রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে বলতে পারেননি ওসি আলী আশরাফ।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ছাত্রদল-পুলিশ সংঘর্ষ পুলিশসহ আহত ১৫

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর