সিদ্ধিরগঞ্জে বেসরকারি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা
২৯ মে ২০২২ ১৯:১৯
নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এস ও রোড এলাকায় মা সুফিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ মে) বিকেলে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, হাসপাতালটি পরিদর্শনের সময় ফিজিশিয়ান স্যাম্পল থাকা ও ওষুধের মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবার মূল্যতালিকা না থাকায় ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেলিমুজ্জামান বলেন, তিনটি অনিয়মের দায়ে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে প্রতিষ্ঠানটি থেকে। হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ব্লেড পাওয়া গেছে এবং দীর্ঘ দিন ধরে হাসপাতালটি চরম অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের সেবা দিয়ে আসছিল বলে আমরা জানতে পেরেছি।
সারাবাংলা/টিআর
দেড় লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের অভিযান মা সুফিয়া জেনারেল হাসপাতাল