Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়াউর রহমান দেশের প্রথম মুক্তিযোদ্ধা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২০:০৯

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে দেশের ‘প্রথম মুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের আগে প্রথম বিদ্রোহ চট্টগ্রাম থেকেই হয়েছে। জিয়াউর রহমান দেশের প্রথম মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। পাকিস্তানিদের হত্যা করে স্বাধীনতার ঘোষণা করেন। নেতারা যুদ্ধের অগ্রভাগে থাকে না। কিন্তু উনি যুদ্ধের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বিশাল অংশ মুক্ত করেছিলেন জিয়াউর রহমান।’

রোববার (২৯ মে) নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়েছিলেন জিয়াউর রহমান। অর্থাৎ এই সীমানার মধ্যে যারা আছে, সবাই বাংলাদেশি। কেউ চাকমা, কেউ মারমা, কেউ হিন্দু, কেউ খ্রিষ্টান— সবাইকে একতাবদ্ধ করার জন্য জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেন।’

‘অর্থনৈতিক মুক্তির একটি দর্শনও দিয়েছিলেন জিয়াউর রহমান। রাষ্ট্র পরিচালিত অর্থনীতি থেকে বের হয়ে সবাই যাতে অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেই দর্শন তিনি প্রণয়ন করেছিলেন। আজ রাষ্ট্রক্ষমতায় খুনি, স্বৈরসরকার থাকার পরও অর্থনীতি যে একটি অবস্থান আছে, এর কারণ জিয়াউর রহমান। বিএনপি থাকলে অর্থনীতির গতি আরও বেড়ে যেত। বর্তমানে কিছু লোকের হাতে অর্থনীতি চলে গেছে। এই অর্থনীতিকে ফিরিয়ে আনতে হলে জিয়াউর রহমানের অর্থনৈতিক দর্শন নিয়ে আসতে হবে,’— বলেন আমীর খসরু।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘পুলিশের সাবেক আইজি শহিদুল হক বলেছেন— আওয়ামী লীগের জন্য ঠিকমতো কাজ করতে পারেননি। তাদের অত্যাচারে কাজ করা যায় না। পুলিশ ভাইদের বলব, এখনই সময় জনগণের সঙ্গে থাকার। বিপদে পড়লে এরা আপনাদের সাহায্য করবে না।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. ছিদ্দিক আহম্মেদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নসরুল কদির, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহম্মেদ মানিক, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, মফিজুল হক ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব হাসান আলী, সাংবাদিক জাহিদুল করিম কচি।

সারাবাংলা/আরডি/টিআর

আমীর খসরু মাহমুদ চৌধুরী জিয়াউর রহমান প্রথম মুক্তিযোদ্ধা


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর