Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রিমান্ডে


১৯ এপ্রিল ২০১৮ ১৩:২৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পাঁচ লাখ টাকা ঘুষসহ হাতেনাতে আটক নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহদ বিন আমিন চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত (১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ড শুনানির জন্য এ দিন ঠিক করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি-না তা জানার জন্য জেল-হাজতে আটক নাজমুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

নাজমুল হকের পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, নাজমুল হককে ফাঁদে ফেলে আটক করা হয়।

এ দিকে দুদকের পক্ষে মোহাম্মদ আবুল হাসান রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১২ এপ্রিল বিকেলে রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তোরাঁ থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেফতার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর নাজমুল হকের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর