Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল আকসা চত্বরে ফিলিস্তিনি-ইসরাইলি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২২ ২২:৩৯

রোববার সকালে জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে শত শত ইসরাইলি ইহুদি কট্টরবাদীরা মিছিল নিয়ে প্রবেশ করে। এসময় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলিদের দফায় দফায় সংঘর্ষ হয়। ইসরায়েলের জাতীয় দিবস উপলক্ষে মিছিলটি বের করে ইহুদি কট্টরবাদীরা।

ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, রোববার সকালে জাতীয় দিবস উপলক্ষে ২৫ হাজার ইসরাইলি জেরুজালেমের পুরনো শহরের দিকে মিছিল নিয়ে যায়। এসময় তারা টেম্পল মাউন্ট চত্বরে প্রবেশ করে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, দামাস্কাস গেটের কাছে ইসরাইলিরা আরবদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। স্লোগানের তারা আরবদের মৃত্যু কামনা করছেন। বেথেলহাম সড়কে মিছিলটি পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানরত একদল ফিলিস্তিনি মিছিল উদ্দেশ করে ইট-পাথর নিক্ষেপ করে। এসময় ইসরাইলি ইহুদি কট্টরবাদীদের সঙ্গে  সংঘর্ষ বাধে।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলি নেসেটে প্রতিনিধিত্বকারী অতি-জাতীয়তাবাদী বিরোধী দলের নেতা ইতামার বেন-গভির কয়েকশ সমর্থক নিয়ে রোববার ভোরে কম্পাউন্ডে প্রবেশ করেন।

ইসরাইলি-ফিলিস্তিনি সংঘর্ষের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশ লাঠিচার্জ ও স্টান গ্রেনেড ছোড়ে। ইসরাইলি পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।

সারাবাংলা/আইই

আল আকসা ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর