চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিখোঁজের একদিন পর এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক সাজিয়েছিলেন ওই কিশোর।
রোববার (২৯ মে) রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা।
১৭ বছর বয়সী কিশোর নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থী।
এডিসি নোবেল চাকমা সারাবাংলাকে জানিয়েছেন, ওই কিশোর নিয়মিত নগরীর চকবাজারে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দেন। তাদের পাল্লায় পড়ে সে বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নেয়। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার চাপ শুরু হলে সে অপহরণ নাটকের পরিকল্পনা করে। এরপর গত শনিবার সকালে সে নিরুদ্দেশ হয়ে যায়।
‘পরিকল্পনামতো ওই কিশোর এক বন্ধুকে নিয়ে নগরীর চকবাজার এলাকার একটি চায়ের দোকানে যায়। ওই বন্ধু ফোন দিয়ে তার মাকে বলে- আপনার ছেলে আমাদের কবজায়। ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে দুই লাখ টাকা দিতে হবে। এরপর ওই কিশোরও তার মাকে বলে, তাকে নগরীর গুলজার মোড় থেকে একটি গাড়িতে করে চারজন লোক তুলে নিয়েছে। এসময় নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করা হয় তাকে। মুক্তিপণের জন্য তাকে ইলেকট্রিক শক ও মারধর করা হচ্ছে। দ্রুত টাকার ব্যবস্থা করতে হবে।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান সারাবাংলাকে জানান, কিশোরের বাবা তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় অবহিত করেন। ওসি নিজেই ফোনে কিশোরের সঙ্গে কথা বলেন। এতে পুলিশের মধ্যে অপহরণ নিয়ে সন্দেহ হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরের অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়।
এডিসি নোবেল চাকমা জানিয়েছেন, উদ্ধারের পর ওই কিশোর জানিয়েছে- ভারতীয় টেলিভিশনের ক্রাইম পেট্রোল সিরিয়াল দেখে সে এই অপহরণের নাটক সাজিয়েছে। বয়স বিবেচনায় নিয়ে মুচলেকা নিয়ে ওই কিশোরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।