সাংবাদিককে মারধর: রাবি ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার
৩০ মে ২০২২ ২০:২২
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও সাংবাদিক শাহাবুদ্দিনকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন কাজলকে আবাসিক হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩০ মে) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
রাবি উপাচার্য বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
তিন সদস্যের কমিটির আহ্বায়ক ড. মো. আমিরুল ইসলাম। এছাড়া সদস্য রাখা হয়েছে মো. মেজবাউস সালেহীন ও আলী আহম্মদ সৈয়দ মোস্তফা জাহিদ।
উল্লেখ্য, গতকাল রোববার (২৯ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুমে ধুমপান করতে নিষেধ করায় রাবির বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিডি মর্নিংয়ের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো. শাহাবুদ্দিনকে মারধর করে ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন কাজল। তিনি মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
সারাবাংলা/পিটিএম