Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট নির্বাচনে শামসু-মধু-লতা প্যানেলের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ২১:৪০

যশোর: দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলের ব্যবসায়ী সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল প্রতিনিধি অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে শামসু-মধু-লতা প্যানেলের নিরঙ্কুশ বিজয় পেয়েছে। দীর্ঘ ৮ বছর পর শেষে অনুষ্ঠিত হলো এ নির্বাচন।

সোমবার (৩০ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

তিন বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাসহ নানান অজুহাতে এতদিন নির্বাচন হয়নি। প্রত্যেক প্যানেলে ১৯ জন করে মোট ৩৮ জন প্রার্থী এ ভোটযুদ্ধে অংশ নেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৭২৪ জন, ভোট দেন ৫৮৬ জন।

নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করে। শামসুর-মধু-লতা পরিষদের বিপরীতে সজন-ভারত ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে এ নির্বাচনে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন ফারুক হোসেন উজ্জ্বল জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনে সজন প্যানেল থেকে শুধুমাত্র যুগ্ম সম্পাদক পদে আবু তাহের ভারত জয় পেয়েছেন।

সারাবাংলা/এমও

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট নির্বাচনে

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর