Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহনগঞ্জে লাইসেন্সবিহীন ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ১৩:১৮

নেত্রকোনা: স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় নেত্রকোনার মোহনগঞ্জে ৭ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে প্রশাসন। সোমবার (৩০ মে) সন্ধ্যার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা ওই সাত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

লাইসেন্স না থাকার কারণে বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আদর্শ ল্যাব, হুজাইফা ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টিক সেন্টার, মোস্তাকিম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, জিহাদ প্যাথলজি ও আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, স্যানিটারি ইন্সপেক্টর সম্ভুনাথ সরকার উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, লাইসেন্সবিহীন ওই সাত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। লাইসেন্স করার পর তাদের প্রতিষ্ঠানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর