নাটোর: নাটোরের সিংড়ায় বাবা হত্যা মামলায় কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে আত্মহত্যা করেছেন কোহিনুর (২০) নামে এক নারী।
মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে সে। এক মাস আগে জামিনে ছাড়া পেয়েছিলেন কোহিনুর।
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বাবার বাড়ি সিংড়া উপজেলার আগপাড়া গ্রামে এসে অবস্থান করতো কোহিনুর। গত বছরের ২৮ অক্টোবর বাবার বাড়িতে লাঠি দিয়ে দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে নিজ পিতা শামসুলকে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।