বিএনপি সাইনবোর্ড সর্বস্ব দলের সঙ্গে বৈঠক করছে: তথ্যমন্ত্রী
৩১ মে ২০২২ ১৬:১৬
ঢাকা: বিএনপি সাইনবোর্ড সর্বস্ব কিছু দলের সঙ্গে বৈঠক করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বঙ্গবন্ধু ও রপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে বিএনপি নেতারা কিছু সাইনবোর্ড সর্বস্ব দলের সাথে বৈঠক করছে। এসব দলের সভাপতি থাকলেও সভাপতি কে সেটা কেউ জানে না। যার ফলে দেখা যাচ্ছে তারা সাইনবোর্ড সর্বস্ব কিছু দলের সাথে বৈঠক করছে। বিষয়টা আসলে আশ্চর্যজনক। এ সমস্ত সাইনবোর্ড দলের সাথে বৈঠক করে হয়তো একটা সংবাদ পরিবেশন করা যায়। তবে রাজনীতিতে এরা শুধুই সাইনবোর্ড। আর কোন কিছু নেই।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘একটি ছবি হাজারও শব্দের চেয়ে বেশি মূল্যবান। ছবি মানুষকে ভাবায়। ছবি মানুষকে কাঁদায়। কিছুদিন আগে নিউমার্কেটে সাংবাদিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলেছে সেটা অতুলনীয়। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলেছে। একাত্তরের রণাঙ্গনে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলেছে। গণমাধ্যমে ফটোসাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা জীবনের ঝুঁকি নিচ্ছেন। আমি আশা করি ছবির মাধ্যমে আরও ভাল কিছু করা সম্ভব।’
অনুষ্ঠানে সেরা ছবির জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয় এবং প্রয়াত ফটো সাংবাদিকদের পরিবারকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ,বাংলাদেশ ফটো জানার্লিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফাসহ অন্যরা।
সারাবাংলা/এসজে/এমও