দুর্বৃত্তের হামলায় কলেজশিক্ষকের হাতের কবজি বিচ্ছিন্ন
৩১ মে ২০২২ ১৮:০৭
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাসের (৫২) হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই কলেজ শিক্ষক।
মঙ্গলবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। আহত তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বংশীতলা নতুন ব্রিজের ওপর রাস্তার কাজে ব্যবহৃত একটি রোলার মেশিন দাঁড়ানো ছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই মেশিনের পেছনেই ১০-১৫ জন দুর্বৃত্ত লুকিয়ে ছিল। সহকারী অধ্যাপক তোফাজ্জেল ওই সময় তার বাড়ি শালঘর মধুয়া থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। ওই ব্রিজে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কলেজ শিক্ষক তোফাজ্জেলের সঙ্গে একই এলাকার জাফর-লিটন গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরেই তোফাজ্জেলের ওপর হামলা হয়ে থাকতে পারে।
পরে এলাকাবাসী টের পেলে ছুটে গিয়ে শিক্ষক তোফাজ্জেল হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান তারা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ঘটনাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বংশীতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/টিআর