Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইসেন্স করা পিস্তলের গুলিতে বৃদ্ধের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ২১:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছে এক বৃদ্ধ। মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরীফ হোসেন (৬৩)। তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা গ্রামের বাসিন্দা মৃত ইয়াইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীফ হোসেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে নিজ বাড়ির দ্বিতলার ঘরে পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করে। তবে কী কারণে তিনি আত্মহত্য করেছেন কেউ জানাতে পারেননি। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

পরে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, মৃত্যুর কারণ তদন্তনাধীন। তবে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন থেকে তিনি দুশ্চিন্তায় ছিলেন। রাজশাহী থেকে ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিমকে ডাকা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

সারাবাংলা/পিটিএম

আত্মহত্যা গোমস্তাপুর পিস্তল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর