গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে শাশুড়ি আটক, স্বামী পলাতক
৩১ মে ২০২২ ২৩:২১
গাইবান্ধা: গাইবান্ধা রেলওয়ে বস্তিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় নিহত ডলি বেগমের শাশুড়ি ছকিনা বেগমকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত স্বামী ছকু মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে রেলওয়ে বস্তিতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ডলি বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশের বস্তির বাসিন্দা ছকু মিয়া ও তার মা ছকিনা বেগম প্রায়ই স্ত্রী ডলি বেগমকে মারধর করতেন। মঙ্গলবার বিকেলেও ডলি বেগমকে মারধর করেন ছকু মিয়া। এসময় ডলি বেগমের মৃত্যু হলে তিনি পালিয়ে যান।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডলির মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ডলি বেগমের শাশুড়ি ছকিনা বেগমকে আটকও করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য ডলি বেগমের মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
সারাবাংলা/টিআর