যুদ্ধেক্ষেত্রে প্রতিদিন ১০০ সেনা হারাচ্ছে ইউক্রেন
১ জুন ২০২২ ১২:৩৫
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রতিদিন প্রায় ৬০ থেকে ১০০ সৈন্য নিহত হচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে প্রতিদিন প্রায় ৫০০ জন আহত হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। খবর আলজাজিরা।
এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রতিদিন তাদের প্রায় ৬০ থেকে ১০০ সৈন্য নিহত হচ্ছেন। আর আহত হচ্ছেন প্রায় ৫০০ জন।’
দেশটির রাজধানী কিয়েভে নিউজম্যাক্স’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের ভূখণ্ডকে রক্ষা করার জন্য দূরপাল্লার অস্ত্র দেওয়ার জন্য মিত্র দেশগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। যেন রাশিয়া তাদের ওপর আক্রমণ করতে না পারে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়ায় কী ঘটছে সে বিষয়ে আমরা আগ্রহী নই। আমরা শুধু ইউক্রেনে আমাদের নিজস্ব অঞ্চল নিয়ে আগ্রহী।’
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে রুশ সেনারা।
সারাবাংলা/এনএস