Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ১৪:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমড়ার জিরো পয়েন্টের শাপলা চত্বরে ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আবু সাহাদত মো. সায়েম (৩৭) প্যাসিফিক ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সায়েমের মামাতো ভাই মো. রাসেল জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রামপুর বাজার গ্রামে। সায়েমের বাবার নাম মহসিন ভুঁইয়া। বর্তমানে স্ত্রী শিরীন আক্তার ও দুই মেয়েকে নিয়ে ডেমড়া সারুলিয়া এলাকায় থাকতেন সায়েম। তিনি প্যাসিফিক মেডিসিন কোম্পানির সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

তিনি আরও জানান, সায়েম আজ (বুধবার) সকাল মোটরসাইকেল নিয়ে কাজে বের হয়। বেলা ১২টার দিকে জানতে পারি ডেমড়া জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সায়েম। তার সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে সায়েমকে মুমূর্ষ অবস্থায় দেখতে পাই। পরে সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে মারা যায় সায়েম।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডেমড়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, ডেমড়া জিরো পয়েন্ট ডগাইর রোডে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিয়াম। এ সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ছিটকে পরে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসআই আতিকুল ইসলাম।

সারাবাংলা/এসএসআর/এনএস

ওষুধ কোম্পানির কর্মী নিহত ট্রাকের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর