Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত


১ জুন ২০২২ ১৫:১৬ | আপডেট: ১ জুন ২০২২ ১৫:২০

ছবি: সারাবাংলা

রাঙামাটি: জেলার কাপ্তাইয়ের জাতীয় উদ্যানের গভীরে ১৮ ফুট দৈর্ঘ্যের বড় একটি অজগর অবমুক্ত করা হয়েছে। বুধবার (১ জুন) কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (৩১ মে) কাপ্তাইয়ের নতুনবাজার সমতাঘাট এলাকায় অজগর সাপটিকে ধরে বন বিভাগ। কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গতকাল মঙ্গলবার কাপ্তাইয়ের নতুনবাজার সমতাঘাট এলাকায় কাশেমের বাসায় অজগর সাপটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগের সদস্যরা গিয়ে রাতেই ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি উদ্ধার করে। যার ওজন প্রায় ২২ কেজি।

সাপটি আজ (বুধবার) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে বলে জানান খন্দকার মাহমুদুল হক মুরাদ।

এদিকে, এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ ও বন বিভাগের উদ্ধার করা বিভিন্ন বণ্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যান রাঙামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর