Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবককে অ্যাসিড নিক্ষেপ, মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ১৬:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক যুবককে অ্যাসিড নিক্ষেপ করে মুখমণ্ডলের একাংশ ঝলসে দেওয়ার মামলায় মা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।

২৭ বছর আগের ঘটনায় বুধবার (১ জুন) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

দণ্ডিতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ি গ্রামের মাহছুমা খাতুন ও তার মেয়ে মোস্তফা বেগম।

অ্যাসিড নিক্ষেপের শিকার নুরুল আবছারের বাড়িও একই এলাকায় এবং আসামিরা তার নিকটাত্মীয় বলে মামলার এজাহারে উল্লেখ আছে।

সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা তপন বড়ুয়া মামলার নথিপত্রের ভিত্তিতে সারাবাংলাকে জানান, ১৯৯৫ সালের ২২ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে নুরুল আবছার এডিস নিক্ষেপের শিকার হন। ওইদিনই তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়- নিকটাত্মীয় মাহছুমা খাতুন তার মেয়ে মোস্তফাকে বিয়ের জন্য নুরুল আবছারকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নুরুলের বাবা সেটা প্রত্যাখান করেন। এতে ক্ষুব্ধ হয়ে মা ও মেয়ে মিলে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে নুরুলের মুখমণ্ডলের একাংশ ও দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর মাহছুমা খাতুনকে পুলিশ গ্রেফতার করেছিল। পরে জামিনে বেরিয়ে তিনি পালিয়ে যান। তার মেয়ে মোস্তফা শুরু থেকেই পলাতক।

ওই মামলা তদন্ত শেষে পুলিশ দুজনকে আসামি করে ১৯৯৬ সালের ১৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৯৯৯ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ করে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত মহানগর পিপি লোকমান হোসেন চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, দণ্ডবিধির ৩২৬ (ক) ও ৩৪ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত রায়ে উল্লেখ করেছেন, আসামিরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রাপ্য হলেও উভয়ই নারী বিবেচনায় যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

এসিড নিক্ষেপ চট্টগ্রাম আদালত টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর