চট্টগ্রামে ইয়াবা বিক্রেতার যাবজ্জীবন
১ জুন ২০২২ ১৮:১৭
চট্টগ্রাম ব্যুরো: ১০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় এক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঁইয়া এ রায় দেন।
দণ্ডিত মুহাম্মদ বেলাল হোসেনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। বাড়ি নগরীর কোতোয়ালি থানার আলকরণ এলাকায়।
এর আগে, ২০১৯ সালের ১০ নভেম্বর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম তার বাসায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। গ্রেফতার করা হয় বেলালকে। অধিদফতরের মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, ওই মামলা তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিলের পর আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার ১০ (গ) উপধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মোট পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
গ্রেফতার বেলাল জামিনে গিয়ে পলাতক হয়ে যান। রায় ঘোষণার সময়ও আসামি অনুপস্থিত ছিল। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশও দিয়েছেন বলে জানান ওমর ফুয়াদ।
সারাবাংলা/আরডি/পিটিএম